লস এঞ্জেলেস

সফল এক 'গ্রন্থ উৎসব' উদযাপিত হলো লস এঞ্জেলেসে

গতকাল লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে প্রথমবারের মতো উদযাপিত হলো "গ্রন্থ উৎসব" ।টানা ৮ ঘণ্টা শিশু-কিশোরদের বই পড়ার উপর প্রতিযোগিতা, সাহিত্যবিষয়ক আলোচনা, কবিদের কন্ঠে কবিতাপাঠ এবং সঙ্গীতানুষ্ঠানে লেখক- পাঠকদের ধরে রাখার যে কৃতিত্ব আয়োজকরা দেখিয়েছেন তার জন্য তাঁরা ধন্যবাদ পাওয়ার দাবী রাখেন ।অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. ফিলিস হারমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি ।জনাব আহমেদ বশীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব সাজেদ চৌধুরী ম্যাকলিন ।বিশেষ অতিথি ছিলেন ড. মাহবুব হাসান, বিশিষ্ট ফার্মাসিস্ট মোয়াজ্জেম চৌধুরী ।গ্রন্থ উৎসবের সম্বোর্ধিত ব্যক্তি ছিলেন ড. কাজী নাসির উদদীন ।মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পাঠকদের অংশগ্রহণে 'ব্যক্ত অনুভূতি' অনুষ্ঠান । অংশগ্রহণ করেন সর্বজনাব জাহাঙ্গীর বিশ্বাস, শাহ আলম এবং ফিরোজ আলম ।'অভিবাস জীবনে সাহিত্যচর্চা' এবং 'বাংলাদেশের তুলনামূলক কথাসাহিত্য' নামে দুটি সেমিনার অনুষ্ঠিত হয় ।প্রথম সেমিনারে সভাপতিত্ব করেন জনাব আশরাফ আহমেদ মিলন । প্রবন্ধ লিখেছেন জনাব কাজী রহমান । প্রবন্ধটি পাঠ করেন রওশন আরা আলম । আলোচনায় অংশগ্রহণ করেন জনাব সাইফুল আলম চৌধুরী ।দ্বিতীয় সেমিনারে সভাপতিত্ব করেন জনাব সাজেদ চৌধুরী ম্যাকলিন । প্রবন্ধ লিখেছেন ড. মাহবুব হাসান । প্রবন্ধটি পাঠ করেন সাজিয়া হক মিমি । আলোচনায় অংশগ্রহণ করেন কাজী মশহুরুল হুদা, জেসমিন খান, জনাব কাজী রহমান ।শিশু-কিশোরদের তিনটি বিভাগে বইপাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।কবিদের লেখা কবিতা আবৃত্তি করে শোনান, জনাব আহমেদ বশীর, কাজী মশহুরুল হুদা, মিঠুন চৌধুরী, ফারাহ্ সাঈদ, সাজেদ চৌধুরী ম্যাকলিন ।কবিতা আবৃত্তি করে শোনান, শিলা মোস্তফা এবং এজাজ আহমেদ ।সবশেষে স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান ।