লস এঞ্জেলেস

জাতিসংঘের নিষেধাজ্ঞা

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ এবং তার সহযোগী বিদ্রোহী গ্রুপের দুই নেতার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য ওই তিনজন হুমকি হওয়ায় শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ।

লিথুয়ানিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত এবং ইয়েমেন নিষেধাজ্ঞার কমিটি চেয়ারম্যান রাইমনদা মারমোকাইতে বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সালেহ এবং হোউথি বিদ্রোহী গ্রুপের সামরিক নেতা আবদ আল-খালিক এবং আব্দুল্লাহ ইয়াহ ইয়া আল- হাকিমকে নিষিদ্ধ ঘোষণা করায় সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, এই তিনজনেরই সম্পদ বাজেয়াপ্ত এবং পুরো বিশ্বে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।