“ দশ মাস দশ দিন করে গর্বে ধারন, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন” । সকল মানুষের সব
চেয়ে দুর্বলতা, আবেগ ও ভালবাসার একটা কমন জায়গা আছে। যার অভাব কেউ কোনদিন ,
কোনোভাবে মেটাতে পারবে না । সে এক মিষ্টি সুমধুর প্রিয় ডাক “মা”। এই ছোট শব্দটার রয়েছে
সবচেয়ে বড় অর্থ । মায়ের প্রতি ভালবাসা প্রকাশে পালিত হয় মা দিবস।
গত ১০ই মে ২০১৫ তারিখে রবিবারে পালিত হয়ে গেল মা দিবস । সারা বিশ্বের ন্যায় লস এঞ্জেলেসের বাংলাদেশ
কমিউনিটিতেও মা দিবস পালিত হয়। আয়োজন করা হয় মা দিবসের অনুস্থানের।
লস এঞ্জেলেস
কমিউনিটির কিছু সৃজনশীল ভাবীরা এমন সুন্দর আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন।
এ অনুস্থানে সন্তানেরা মাকে তাঁদের ভালবাসা জ্ঞাপন করে। মা দিবসের জন্য উইস করে। আর
মায়েরা তাঁদের সন্তানদের ধন্যবাদ জানান এবং সন্তানদের মঙ্গল ও সুখী সমৃদ্ধ জীবনের জন্য দোয়া
করেন। এ দিন সন্তানরা তাঁদের মা কে কার্ড , ফুল ও অন্যান্য উপহার দিয়ে মায়েদের উইশ করে।
অনেক ছেলে মেয়ে তাঁদের মাকে তাঁদের সব চেয়ে ভাল বন্ধু বলে উল্লেখ করে।
অন্যদিকে মায়েরা সন্তানদের মানুষ করার সংগ্রামের কথা বর্ণনা করে। অনেকে অশ্রু সিক্ত হয়ে যান ।
অনেককে চোখ মুছতে দেখা যায়। এসময় একদিকে আবেগময় অন্যদিকে আনন্দ ময় পরিস্থিতির
সৃষ্টি হয়।
উক্ত অনুস্থানে একজন ব্যক্তি ইসলামের দৃষ্টিতে মায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি রাসুল (সাঃ) এর
একটি ঘটনা বর্ণনা করেন।
একদা রাসুল (সাঃ) এর নিকট একজন বাক্তি আল্লাহর পর কাকে বেশী
ভালবাসবে জানতে চান। তখন রাসুল (সাঃ) উত্তর করলেন তোমার মা। ২য় বার প্রশ্ন করলে তিনি
বলেন, মা । ৩য় বার প্রশ্ন করলেও রাসুল (সাঃ) জবাব দেন তোমার মা। চতুর্থ বার প্রশ্ন করলে উত্তর
দেন তোমার বাবা ।
অনেকে তাঁদের পিতা মাতা ও শ্বশুর – শাশুড়িকে নিয়ে গেছেন মা দিবসের এ অনুষ্ঠানে । তাঁদের
সন্তানেরা তাঁদের উইশ করে।
রাতে সেখানে ডিনারের আয়োজন ছিল । ডিনারের পর একটা ছেলে ও মেয়ে নাচ পরিবেশন করে।
এর পর রাফেল ড্র অনুষ্ঠিত হয় ।
এরপর বিংগো গেম হয়। তার পর সবাই ফটোসেশনে অংশ নেন।
এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এখানে উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে এলএ বাংলাটাইমস এর
সত্ত্বাধিকারী জনাব আব্দুস সামাদ উপস্থিত ছিলেন । সেখানে উপস্থিত কমিউনিটি ব্যক্তিত্ব গন
কমিউনিটিতে তার এলএ বাংলাটাইমস এর ভূয়সী প্রসংশা করেন । উপস্থিত সবাই তার উদ্দেশ্যে
করোতালি দিয়ে স্বাদুবাদ জানান ।
(খবরটি ভাল লাগলে শেয়ার করুন)
চেয়ে দুর্বলতা, আবেগ ও ভালবাসার একটা কমন জায়গা আছে। যার অভাব কেউ কোনদিন ,
কোনোভাবে মেটাতে পারবে না । সে এক মিষ্টি সুমধুর প্রিয় ডাক “মা”। এই ছোট শব্দটার রয়েছে
সবচেয়ে বড় অর্থ । মায়ের প্রতি ভালবাসা প্রকাশে পালিত হয় মা দিবস।
গত ১০ই মে ২০১৫ তারিখে রবিবারে পালিত হয়ে গেল মা দিবস । সারা বিশ্বের ন্যায় লস এঞ্জেলেসের বাংলাদেশ
কমিউনিটিতেও মা দিবস পালিত হয়। আয়োজন করা হয় মা দিবসের অনুস্থানের।
লস এঞ্জেলেস
কমিউনিটির কিছু সৃজনশীল ভাবীরা এমন সুন্দর আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন।
এ অনুস্থানে সন্তানেরা মাকে তাঁদের ভালবাসা জ্ঞাপন করে। মা দিবসের জন্য উইস করে। আর
মায়েরা তাঁদের সন্তানদের ধন্যবাদ জানান এবং সন্তানদের মঙ্গল ও সুখী সমৃদ্ধ জীবনের জন্য দোয়া
করেন। এ দিন সন্তানরা তাঁদের মা কে কার্ড , ফুল ও অন্যান্য উপহার দিয়ে মায়েদের উইশ করে।
অনেক ছেলে মেয়ে তাঁদের মাকে তাঁদের সব চেয়ে ভাল বন্ধু বলে উল্লেখ করে।
অন্যদিকে মায়েরা সন্তানদের মানুষ করার সংগ্রামের কথা বর্ণনা করে। অনেকে অশ্রু সিক্ত হয়ে যান ।
অনেককে চোখ মুছতে দেখা যায়। এসময় একদিকে আবেগময় অন্যদিকে আনন্দ ময় পরিস্থিতির
সৃষ্টি হয়।
উক্ত অনুস্থানে একজন ব্যক্তি ইসলামের দৃষ্টিতে মায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি রাসুল (সাঃ) এর
একটি ঘটনা বর্ণনা করেন।
একদা রাসুল (সাঃ) এর নিকট একজন বাক্তি আল্লাহর পর কাকে বেশী
ভালবাসবে জানতে চান। তখন রাসুল (সাঃ) উত্তর করলেন তোমার মা। ২য় বার প্রশ্ন করলে তিনি
বলেন, মা । ৩য় বার প্রশ্ন করলেও রাসুল (সাঃ) জবাব দেন তোমার মা। চতুর্থ বার প্রশ্ন করলে উত্তর
দেন তোমার বাবা ।
অনেকে তাঁদের পিতা মাতা ও শ্বশুর – শাশুড়িকে নিয়ে গেছেন মা দিবসের এ অনুষ্ঠানে । তাঁদের
সন্তানেরা তাঁদের উইশ করে।
রাতে সেখানে ডিনারের আয়োজন ছিল । ডিনারের পর একটা ছেলে ও মেয়ে নাচ পরিবেশন করে।
এর পর রাফেল ড্র অনুষ্ঠিত হয় ।
এরপর বিংগো গেম হয়। তার পর সবাই ফটোসেশনে অংশ নেন।
এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এখানে উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে এলএ বাংলাটাইমস এর
সত্ত্বাধিকারী জনাব আব্দুস সামাদ উপস্থিত ছিলেন । সেখানে উপস্থিত কমিউনিটি ব্যক্তিত্ব গন
কমিউনিটিতে তার এলএ বাংলাটাইমস এর ভূয়সী প্রসংশা করেন । উপস্থিত সবাই তার উদ্দেশ্যে
করোতালি দিয়ে স্বাদুবাদ জানান ।
(খবরটি ভাল লাগলে শেয়ার করুন)