হাউথ্রনে বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় । স্থানীয় সময় সকাল ১০টার
দিকে ১৩৫ নম্বর ও হাউথ্রন স্ট্রিটে দুর্ঘটনাটি ঘটে । এতে একজন মারা যায়। দুর্ঘটনা কবলিত মিনিভ্যানটি
সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভ্যানটি একটি পিলারের সাথে সজোরে ধাক্কা দেয় ।লস এঞ্জেলেসের ফায়ার
ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ক্রিস রিডে বলেন, ভ্যানটি ইস্টবাউন্ড যাওয়ার মাঝ পথে একটি পিলারকে
ধাক্কা দেয়। ফলে ভ্যানটি ভেঙ্গে পিলার ভিতরে ঢুকে যায় । উদ্ধার কারিরা প্রথমে পৌঁছেই একজনকে
মৃত পায়। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে ।
দিকে ১৩৫ নম্বর ও হাউথ্রন স্ট্রিটে দুর্ঘটনাটি ঘটে । এতে একজন মারা যায়। দুর্ঘটনা কবলিত মিনিভ্যানটি
সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভ্যানটি একটি পিলারের সাথে সজোরে ধাক্কা দেয় ।লস এঞ্জেলেসের ফায়ার
ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ক্রিস রিডে বলেন, ভ্যানটি ইস্টবাউন্ড যাওয়ার মাঝ পথে একটি পিলারকে
ধাক্কা দেয়। ফলে ভ্যানটি ভেঙ্গে পিলার ভিতরে ঢুকে যায় । উদ্ধার কারিরা প্রথমে পৌঁছেই একজনকে
মৃত পায়। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে ।