লস এঞ্জেলেস

আবুল হাসানাত রায়হানের স্ত্রীর আকস্মিক মৃত্যতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ ও দোয়া মাহফিল

গত রবিবার সকালে বাফলা'র জেনারেল সেক্রেটারি আবুল হাসানাত রায়হানের স্ত্রীর আকস্মিক মৃত্য হয়। ঐ দিন মধ্যাহ্নে বাফলার ই.সি মিটিংএর সময়সূচী নির্ধারিত থাকলেও তা স্থগিত করে জরুরী ভিত্তিতে মরহুমার জন্য তাৎক্ষনিক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব শিফার চৌধুরীর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন প্রফেসর আলী আকবর। এদিকে বাফলা'র জেনারেল সেক্রেটারি আবুল হাসানাত রায়হানের স্ত্রীর আকস্মিক বিয়োগে শোক প্রকাশ করেছেন বাফলার সকল কেবিনেট মেম্বার্স, ইসি, এসি, এবং বিওটি মেম্বার্স। অনুরুপ আরেক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন 'মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা( MUNA)'র জোনাল প্রেসিডেন্ট আনিসুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মো: ময়েজ উদ্দীন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রফেসর আলী আকবর এবং সেক্রেটারি আশরাফ হোসাইন আকবর।