লস এঞ্জেলেস কমিউনিটির বিশিষ্ট সামাজ সংগঠক,প্রবাসী সিলেটিদের সংগঠন ‘জালালাবাদ এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট’ ও
‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)’র জেনারেল সেক্রেটারি আবুল হাসনাত রাইহান এর স্ত্রী খাদিজা সোবহান
আজ সকাল ৯ ঘটিকায় নর্থরিজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিশিষ্ট ব্যবসায়ি জনাব সালিক সোবহানের বোন । (ইন্না ইলাহী ওয়া ইন্না
ইলাইহী রাজিয়ুন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি তিন সন্তানের জননী ছিলেন। গৃহস্থলি কাজ করার সময় তিনি রান্না ঘরের মেঝেতে হটাৎ
পরে জান। তারপর তাকে জরুরি নম্বর ৯১১ এ কল করে এ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়া হয় । পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন। বাংলাদেশে সিলেট জেলার দক্ষিণ সুরমার মেনিখলা গ্রামে(স্বামীর বাড়ি) । তিনি ১৯৯৬ সালে আমেরিকায় আসেন ।তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবুল হাসনাত রাইহান এর স্ত্রী খাদিজা সোবহানের এই সংবাদ শুনে সমবেদনা
প্রকাশের জন্য বাফলা প্রেসিডেন্ট সিফার চৌধুরী,লায়েক আহমেদ, নজরুল আলম, জসিম আশরাফি, সাইদুল হক সেন্টু, খন্দকার আলম
সহ কমিউনিটির নেত্রী বৃন্দ হাসপাতালে ছুটে যান। আজ সন্ধার পর বাদ এশা তার বাসায় কোরআন খতমের আয়োজন করা হয় । জানাযা
নামাজের সময় পরে জানানো হবে । তার পরিবার মরহুমার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)’র জেনারেল সেক্রেটারি আবুল হাসনাত রাইহান এর স্ত্রী খাদিজা সোবহান
আজ সকাল ৯ ঘটিকায় নর্থরিজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিশিষ্ট ব্যবসায়ি জনাব সালিক সোবহানের বোন । (ইন্না ইলাহী ওয়া ইন্না
ইলাইহী রাজিয়ুন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি তিন সন্তানের জননী ছিলেন। গৃহস্থলি কাজ করার সময় তিনি রান্না ঘরের মেঝেতে হটাৎ
পরে জান। তারপর তাকে জরুরি নম্বর ৯১১ এ কল করে এ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়া হয় । পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন। বাংলাদেশে সিলেট জেলার দক্ষিণ সুরমার মেনিখলা গ্রামে(স্বামীর বাড়ি) । তিনি ১৯৯৬ সালে আমেরিকায় আসেন ।তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবুল হাসনাত রাইহান এর স্ত্রী খাদিজা সোবহানের এই সংবাদ শুনে সমবেদনা
প্রকাশের জন্য বাফলা প্রেসিডেন্ট সিফার চৌধুরী,লায়েক আহমেদ, নজরুল আলম, জসিম আশরাফি, সাইদুল হক সেন্টু, খন্দকার আলম
সহ কমিউনিটির নেত্রী বৃন্দ হাসপাতালে ছুটে যান। আজ সন্ধার পর বাদ এশা তার বাসায় কোরআন খতমের আয়োজন করা হয় । জানাযা
নামাজের সময় পরে জানানো হবে । তার পরিবার মরহুমার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।