বাফলা (BUFLA- BANGLADESH UNITY FEDERATION OF LA) অ্যামেরিকায় বসবাস রত
বাংলাদেশ প্রবাসী কমিউনিটির একটি সামাজিক , সাংস্কৃতিক এবং সেবামূলক
প্রতিষ্ঠান । দীর্ঘ দিন ধরে বাফলা লস এঞ্জেলেসে প্রবাসীদের মধ্যে বিভিন্ন
কার্যক্রম চালিয়ে আসছে । সুদূর আমেরিকা থেকে বাফলা তার সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে । প্রতিবারের মত আগামী ২৬শে
মার্চ ২০১৫ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাফলা বাংলাদেশ প্যারেডের আয়োজন
করবে । এটি লস এঞ্জেলেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে।
আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০১৫ তারিখে বাফলার তহবিল সংগ্রহের জন্য নৈশভোজ ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বাফলা সম্মানিত সকল সদস্য ও
প্রবাসী কমিউনিটির সকল সদস্যগণকে উক্ত অনুষ্ঠানে আন্তরিক নিমন্ত্রন জানানো
হয়েছে । সকলকে তার সদয় উপস্থিতির এবং সহযোগিতার মাধ্যমে আয়োজনটি সফল করার
জন্য অনুরোধ জানানো হয়েছে। সকলকে কমপক্ষে $৩০ ডলার করে ডোনেশন দেওয়ার জন্য
আহ্বান জানানো হয়েছে । বাফলার এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসাবে
থাকবেন ক্লোজ আপ তারকা বিউটি । এ ছাড়া থাকবে গান , নাচ, আবৃত্তি সহ নানা
অনুষ্ঠানের আয়োজন ।
সময়সুচীঃ রবিবার, ১৫ই ফেব্রয়ারী ২০১৫ ।
# 05.00 PM - Socialization
# 06.00 PM - Appetizers
# 08.00 PM- Dinner
স্থানঃ
The Garden Suite Hotel & Resort
681 S. Western Anenue,
Los Angeles, CA 90005
(213) 3833344
(পারকিং এর বাবস্থা আছে)