ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে বৃহস্পতিবার সকালে শপথ নিয়েছেন সুব্রামনিয়াম জয়শঙ্কর। সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।৬০ বছর বয়সী জয়শঙ্কর ৩৬ বছর ধরে ভারতের পররাষ্ট্র বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার বাবা ভারতের খ্যাতিমান কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক কৃষ্ণাস্বামী সুব্রামনিয়াম। জয়শঙ্করের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা দিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজে রাষ্ট্রববিজ্ঞানে পড়াশুনা করেন। পরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর এমফিল ও পিএইচডি ডিগ্রি নেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি সম্পাদনে তার মুখ্য ভূমিকা ছিল। কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে নিয়ে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয় তা 'সমঝোতার' পর্যায়ে নিয়ে আসেন জয়শঙ্কর। এরও আগে বেইজিংয়ে ভারতের রাষ্ট্রদূত থাকাকালে জয়শঙ্কর দুই দেশের সম্পর্কোন্নয়নে এবং সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারত স্বাধীন হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে দায়িত্ব পালন করেন জয়শঙ্কর। এছাড়া তিনি ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সিঙ্গাপুরে এবং ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত চেক প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় উন্নয়নের কারণেই মোদি সরকার জয়শঙ্করের ওপর আস্থা রাখছে । উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ৩ দিনের ভারত সফরের একদনি পর গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বরখাস্ত করে মোদি সরকার। দায়িত্ব পালন অবস্থায় কোনো পররাষ্ট্র সচিবকে এভাবে বরখাস্তের ঘটনা ভারতে বিরল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি