যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট বিল পাসের পর
বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ নিশ্চিত রাখতে সৌদি আরব সফর করছেন। ৪ এপ্রিল
মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছান থেরেসা মে। আরব বিশ্বে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার সৌদি আরব।
সৌদি শেয়ারবাজারের প্রধান সারা আল-সুহাইমি এবং সৌদি সাম্রাজ্যের সিংহাসনের প্রথম
উত্তরাধিকারী ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের
সঙ্গে বৈঠক করেছেন থেরেসা মে।
আজ ৫ এপ্রিল বুধবার বাদশা সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সৌদি সফরে মে বলেছেন, ব্রিটিশ অর্থনীতির অগ্রগতির জন্য তিনি সৌদি আরবের সম্ভাবনাময়ী বিনিয়োগ প্রত্যাশা করেন।
গত মাসে ব্রেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন থেরেসা মে। লিবসন চুক্তির ৫০ অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর এ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে দেশটি।
সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট
আজ ৫ এপ্রিল বুধবার বাদশা সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সৌদি সফরে মে বলেছেন, ব্রিটিশ অর্থনীতির অগ্রগতির জন্য তিনি সৌদি আরবের সম্ভাবনাময়ী বিনিয়োগ প্রত্যাশা করেন।
গত মাসে ব্রেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন থেরেসা মে। লিবসন চুক্তির ৫০ অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর এ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে দেশটি।
সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট