ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার দুই বাংলাদেশি গবেষক থাইল্যান্ডে অনুষ্ঠিত 2ND INTERNATIONAL CONFERENCE ON RENEWABLE ENERGY AND ENVIRONMENTAL MANAGEMENT(ICREEM 2017) আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন।
গত ১৯ ও ২০ মে দুই দিনব্যাপি থাইল্যান্ডের ibis Phuket Patong হোটেলের কনফারেন্স রুমে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা হলেন- গবেষক মোহাম্মদ শাহাবুদ্দিন ও মো. আব্দুল বাশির। মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘরে এবং আব্দুল বাশিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাগমারীতে।
কনফারেন্সে তারা ‘Financial Reporting of Islamic Banks in Bangladesh: Basis of Regulatory Compliance’ এ বিষয়ের ওপর গবেষণা পেপার উপস্থাপন করেন।
এ ছাড়াও উক্ত কনফারেন্সে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকরা তাদের গবেষণার পেপার উপস্থাপন করেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
গত ১৯ ও ২০ মে দুই দিনব্যাপি থাইল্যান্ডের ibis Phuket Patong হোটেলের কনফারেন্স রুমে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা হলেন- গবেষক মোহাম্মদ শাহাবুদ্দিন ও মো. আব্দুল বাশির। মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘরে এবং আব্দুল বাশিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাগমারীতে।
কনফারেন্সে তারা ‘Financial Reporting of Islamic Banks in Bangladesh: Basis of Regulatory Compliance’ এ বিষয়ের ওপর গবেষণা পেপার উপস্থাপন করেন।
এ ছাড়াও উক্ত কনফারেন্সে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকরা তাদের গবেষণার পেপার উপস্থাপন করেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি