আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৮০

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় ৮০ জন নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ডুবে যাওয়া ওই নৌকার উদ্ধারকৃত একজন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার লিবিয়া উপকূল থেকে ১৩২ অভিবাসনপ্রত্যশীকে নিয়ে নৌকাটি যাত্রা করে। কয়েক ঘণ্টা পরে এটি ডুবে যেতে শুরু করে। একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকার ৫০ জনকে উদ্ধার করতে পেরেছে। উদ্ধারকৃতদের রোববার সিসিলি দ্বীপে নামিয়ে দেয় ওই বাণিজ্যিক জাহাজটি।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে কয়েক হাজার মানুষ মারা গেছে। সাগরে নিরাপত্তা বাড়ানোয় সাগরভাসা মানুষের সংখ্যা কমলেও তা বন্ধ হয়নি।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাগ্যের অন্বেষণে এসব দেশ থেকে মানুষ দলে দলে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা কাঠ ও রাবারের নৌকায় এতটাই ঝুঁকি নিয়ে যাচ্ছে, যা তাদের মৃত্যুর কারণ হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি