আন্তর্জাতিক

ফ্লোরিডায় ব্যাপক দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ফ্লোরিডায় ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্ণর।

স্থানীয় সময় মঙ্গলবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

স্কট বলেন, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করছি এবং এ দাবানল মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। দাবানল নিয়ন্ত্রণে অভিযান আরো জোরদার করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানায়, এ রাজ্যের ১০৫টি স্থানে আগুন জ্বলছে। দাবানলে ৮ হাজার হেক্টরের বেশি জমিতে আগুন ছড়িয়ে পড়েছে।

জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে দাবানলে প্রায় ২৮ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক মাস ফ্লোরিডায় তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি