আন্তর্জাতিক

আজ বিশ্ব পানি দিবস

আজ ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। ১৯৯৩ সাল থেকে জাতিসংঘের আহ্বানে এ দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পানি ও বর্জ্য পানি’। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের হিসেব অনুযায়ী, সারা বিশ্বের মোট ৭৮৩ মিলিয়ন অর্থাৎ ৭৮ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ বা পানযোগ্য পানির অধিকার থেকে বঞ্চিত। বিশ্বে এখনো ২৫ লাখ মানুষ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যা মানুষের মৌলিক মানবিক অধিকার সম্পূর্ণ পরিপন্থী।

এমতাবস্থায় জাতিসংঘ ‘বিশ্ব পানি দিবস’ দিবসটিকে সামনে রেখে প্রতিবছর নতুন নতুন প্রতিপাদ্য তুলে ধরে। এ বছর ‘বর্জ্য পানি’ দিবসটির প্রতিপাদ্য ঠিক করার পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়েছে। শিল্পায়নের ফলে প্রচুর পরিমাণে পানি বর্জ্য তৈরি হয়, যা একটু সচেতন হলেই কমিয়ে আনা যায়। জাতিসংঘ এবারে এই পানি বর্জ্য কমানো বা রোধ করার জন্যে সবার কাছে আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ নদীর দেশ। আমাদের দেশের তিন দিকে স্থলভাগ, যেখান থেকে ৫৭টি নদী এসে দেশের মধ্যে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে। উজানের নদীগুলো থেকে পানি প্রত্যাহার, অন্যদিকে সমুদ্র থেকে পানি ওপরের দিকে চলে আসার কারণে শুষ্ক মৌসুমে দেশের উত্তরাঞ্চলে পানি সংকট এবং দক্ষিণের পানিতে লবণাক্ততা এমনিতেই বিপদ হয়ে আছে। বর্তমানে তা দখল-দূষণের কবলে পড়ে পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি