ব্রিটেনের সর্বকনিষ্ঠ মা হতে চলেছেন ১১ বছর বয়সী এক কিশোরী। তবেকোন পরিস্থিতিতে এই কিশোরী অন্তঃসত্ত্বা হল, তা খতিয়ে দেখছে সেখানকার পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ওই কিশোরীর পরিচয় প্রকাশ করা হয়নি। শিগগিরই ওই কিশোরী মা হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
পুলিশ জানতে পেরেছে, কিশোরীর গর্ভস্থ সন্তানের বাবাও অপ্রাপ্তবয়স্ক। সে কিশোরীর চেয়ে বয়সে সামান্য বড়। আইনি জটিলতার কারণে, কিশোরীর গর্ভাবস্থার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
কিশোরী বয়সে গর্ভধারণের এই বিষয়ের সঙ্গে ব্রিটেনের পরিচিতি দীর্ঘদিনের। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে এই কিশোর-কিশোরীর বাবা-মা হওয়ার ঘটনা। দেশটির সরকারি তথ্য বলছে, গত ৭০ বছরের ইতিহাসে ব্রিটেনে এত কম বয়সে কেউ বাবা-মা হওয়ার রেকর্ড নেই।
এর আগে, ব্রিটেনের সর্বকনিষ্ঠ মায়ের তকমা পেয়েছিলেন ১২ বছরের এক কিশোরী। ২০১৪ সালে ওই কিশোরী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। সেই সময় ওই শিশুর বাবার বয়স ছিল ১৩ বছর।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ওই কিশোরীর পরিচয় প্রকাশ করা হয়নি। শিগগিরই ওই কিশোরী মা হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
পুলিশ জানতে পেরেছে, কিশোরীর গর্ভস্থ সন্তানের বাবাও অপ্রাপ্তবয়স্ক। সে কিশোরীর চেয়ে বয়সে সামান্য বড়। আইনি জটিলতার কারণে, কিশোরীর গর্ভাবস্থার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
কিশোরী বয়সে গর্ভধারণের এই বিষয়ের সঙ্গে ব্রিটেনের পরিচিতি দীর্ঘদিনের। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে এই কিশোর-কিশোরীর বাবা-মা হওয়ার ঘটনা। দেশটির সরকারি তথ্য বলছে, গত ৭০ বছরের ইতিহাসে ব্রিটেনে এত কম বয়সে কেউ বাবা-মা হওয়ার রেকর্ড নেই।
এর আগে, ব্রিটেনের সর্বকনিষ্ঠ মায়ের তকমা পেয়েছিলেন ১২ বছরের এক কিশোরী। ২০১৪ সালে ওই কিশোরী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। সেই সময় ওই শিশুর বাবার বয়স ছিল ১৩ বছর।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি