আন্তর্জাতিক

প্যারিসে আইএমএফ দপ্তরে বোমা বিস্ফোরণ

ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) দপ্তরে একটি পার্সেল বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্যারিসের অ্যাভিনিউ ডি লিনাতে অবস্থিত আইএমএফের দপ্তরে বৃহস্পতিবার একটি ছোট পার্সেল পাঠানো হয়। এক ব্যক্তি ওই পার্সেলটি খোলার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই ব্যক্তি আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে আইএমএফের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বুধবার জার্মানির বার্লিনে অবস্থিত দেশটির অর্থ মন্ত্রণালয়ে একটি পার্সেল বোমা পাঠানো হয়েছিল। তবে নিরাপত্তা রক্ষীরা টের পেয়ে এটি নিস্ক্রিয় করে ফেলে। গ্রিসের ডানপন্থী গ্রুপ কন্সপাইরেসি অব ফায়ার সেলস তাদের ওয়েবসাইটে এই পার্সেল বোমা পাঠানোর বিষয়টি স্বীকার করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি