আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ৬ সদস্যকে বৈঠকে ডেকে ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন!

আগামী সপ্তাহে নিউইয়র্কে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার ছয় সদস্যের একটি দলের বৈঠকে বসার কথা ছিল। সম্প্রতি বেসরকারি পর্যায়ের ওই বৈঠক বাতিল হয়ে গেছে। কারণ ট্রাম্প প্রশাসন কোরিয়ার ওই প্রতিনিধি দলের ভিসা বাতিল করে দিয়েছে। তবে ঠিক কী কারণে ভিসা বাতিল করা হয়েছে, সেটা বলা হয়নি। এই বৈঠকে উত্তর কোরিয়ার দলটিকে নেতৃত্ব দেয়ার কথা ছিল চোই সন-হুউয়ের।

আমেরিকা থেকে পাঠানো একটি ই-মেইলে বৈঠক হওয়ার কথা জানানো হয়। পরে আরও একটি ই-মেইল পাঠানো হয়। কোরিয়ার প্রতিনিধি দলের উদ্দেশ্যে পাঠানো ওই ই-মেইলে বলা হয়, আপনাদের ভিসা বাতিল করা হয়েছে এবং বৈঠকটিও বাতিল করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি