আন্তর্জাতিক

সাংবাদিকদের নৈশভোজে না যাওয়ার ঘোষণা ট্রাম্পের

সংবাদ কর্মীদের সঙ্গে দূরত্ব বাড়িয়েই যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেরদিন শুক্রবার কয়েকটি সংবাদ সংস্থাকে ঢুকতে না দেয়ার ঘটনার রেশ না কাটতেই এবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে অংশ নেবেন না।

জমকালো এই অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিশিষ্টজন ও রাজনীতিবিদরা অংশ নিয়ে থাকেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে বলেন, এবছর হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে যাচ্ছি না। সবার মঙ্গল কামনা করছি, সেইসঙ্গে দুর্দান্ত একটি সন্ধ্যা কাটবে বলেই বিশ্বাস।

হোয়াইট হাউজের ঢোকার পর থেকেই সাংবাদিকদের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করা সংবাদ মাধ্যমকে যেমন তিনি নিয়মিত তীরষ্কার করে আসছেন, তেমনি হোয়াইট হাউজকেও ক্রমেই ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে পরিচিত করে তুলছেন নানা পদক্ষেপের মধ্য দিয়ে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান সংবাদ সংস্থাকে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যার সমালোচনায় সরব হতে দেখা যায় হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনকে। ওয়াশিংটনে ২৯ এপ্রিল ওই ডিনার হওয়ার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি