ভারতের তামিলনাড়ুর বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিস্বামীর গ্রহণযোগ্যতা নিয়ে অস্থা ভোট গ্রহণের সময় হাতাহাতি হলেও শেষ পর্যন্ত এ ভোটে জয়ী হয়েছেন তিনি।
পদত্যাগ করা মুখ্যমন্ত্রী পনিরসেলভামের অনুসারীরা বিধানসভায় হট্টগোল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আইনপ্রণেতারা (এমএলএ) হাতাহাতিতে লিপ্ত হন।
শনিবারের এ আস্থা ভোটে পালানিস্বামী পেয়েছেন ১২২ ভোট এবং পনিরসেলভাম পেয়েছেন মাত্র ১১ ভোট। তবে দল থেকে বহিষ্কৃত ৮৯ জন এমএলএ গোপন ব্যালটে আস্থা ভোট গ্রহণের জন্য বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি খারাপ হয়ে যায়।
তামিলনাড়–র বিধানসভায় বিরোধীদল ডিএমকে-এর ৮৮ জন এমএলএ, আইইউএমএলের একজন এমএলএ বিধানসভায় ছিলেন না এবং ক্ষমতাসীন এআইএডিএমকে-এর এমএলএ-রা ওয়াক আউট করেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
পদত্যাগ করা মুখ্যমন্ত্রী পনিরসেলভামের অনুসারীরা বিধানসভায় হট্টগোল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আইনপ্রণেতারা (এমএলএ) হাতাহাতিতে লিপ্ত হন।
শনিবারের এ আস্থা ভোটে পালানিস্বামী পেয়েছেন ১২২ ভোট এবং পনিরসেলভাম পেয়েছেন মাত্র ১১ ভোট। তবে দল থেকে বহিষ্কৃত ৮৯ জন এমএলএ গোপন ব্যালটে আস্থা ভোট গ্রহণের জন্য বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি খারাপ হয়ে যায়।
তামিলনাড়–র বিধানসভায় বিরোধীদল ডিএমকে-এর ৮৮ জন এমএলএ, আইইউএমএলের একজন এমএলএ বিধানসভায় ছিলেন না এবং ক্ষমতাসীন এআইএডিএমকে-এর এমএলএ-রা ওয়াক আউট করেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি