আন্তর্জাতিক

চুক্তি ভেঙে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করে নতুন ক্রুজ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েন নিষিদ্ধ থাকলেও রুশ কর্তৃপক্ষ তা করে চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দাবি করেছেন, সম্প্রতি গোপনে ভূমি থেকে উৎক্ষেপণযোগ এসএসসি-৮ ক্রুজ মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। কয়েক বছর ধরে এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে এবং পরীক্ষা করছে দেশটি। এর ফলে ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির কয়েকটি অনুচ্ছেদের লঙ্ঘিত হয়েছে।

এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। রাশিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে ওই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি একটি পুরোনো ইস্যু। ওবামা প্রশাসনের আমল থেকে রাশিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও পরীক্ষা করে আসছে।’ তিনি আরো বলেন, ‘ইস্যুটি এখন সামনে এসেছে এবং এটি চুক্তির ভয়ংকর লঙ্ঘন।’

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি