ক্যারিবিয় দেশ ডমিনিকান রিপাবলিকে সরাসরি রেডিও অনুষ্ঠান চলাকালে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাজধানী সান্তো ডমিনগোর পূর্বে সান পেড্রো ডি মাকোরিস এলাকায় এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, বেসরকারি ওই রেডিওতে মঙ্গলবার সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছিল। স্টুডিওতে থাকা এক সাংবাদিক সেটি ফেসবুক পেজে সম্প্রচারের জন্য ভিডিও করছিলেন। ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দের পরপর সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং এক আতঙ্কিত নারী গুলি! গুলি বলে চিৎকার করছিল।
পুলিশ জানিয়েছে, নিহত দুই সাংবাদিকের মধ্যে একজন অনুষ্ঠানের উপস্থাপক ও অন্যজন প্রযোজক। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জিন রদ্রিগুয়েজ বলেছেন, তদন্ত শুরু হয়েছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সত্য উদঘাটনের চেষ্টা করব।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
বিবিসি জানিয়েছে, বেসরকারি ওই রেডিওতে মঙ্গলবার সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছিল। স্টুডিওতে থাকা এক সাংবাদিক সেটি ফেসবুক পেজে সম্প্রচারের জন্য ভিডিও করছিলেন। ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দের পরপর সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং এক আতঙ্কিত নারী গুলি! গুলি বলে চিৎকার করছিল।
পুলিশ জানিয়েছে, নিহত দুই সাংবাদিকের মধ্যে একজন অনুষ্ঠানের উপস্থাপক ও অন্যজন প্রযোজক। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জিন রদ্রিগুয়েজ বলেছেন, তদন্ত শুরু হয়েছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সত্য উদঘাটনের চেষ্টা করব।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি