আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যায় নারী গ্রেফতার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস শহরে আট শিশুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিহত সাত শিশুর মা ও অন্যজনের আত্মীয়।অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যায় নারী গ্রেফতার।পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানায়, ৩৭ বছর বয়সী নাম প্রকাশ না করা ওই নারীকে শিশুদের মৃতদেহের পাশে আহত অবস্থায় পাওয়া যায়। শুক্রবার রাতে গ্রেফতার করা ওই নারী এখন কেয়ার্নস বেস হাসপাতালে চিকিৎসাধীন।তবে তিনি মানসিকভাবে সুস্থ রয়েছেন ও তদন্তকারীদের প্রশ্নের জবাব দিচ্ছেন বলে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো আসনিকার জানান, ওই নারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।তিনি আরো বলেন, 'এই পর্যায়ে আমরা অন্য আর কাউকে খুঁজছি না। এখন এলাকাবাসী নিরাপদে রয়েছেন, এতে আমরা নিশ্চিত বোধ করছি।'পুলিশ জানায়, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এ নগরীর বাসিন্দাদের কাছে খবর পেয়ে ম্যানুরার একটি বাড়িতে যায় পুলিশ। সেখানে ওই আট শিশুর মৃতদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের শিকার শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে।নিহত শিশুদের মধ্যে সাত জন গ্রেফতার করা ওই নারীর সন্তান ও অন্য শিশুটি তার ভাইয়ের সন্তান বলে জানিয়েছে পুলিশ।ওই আট শিশুকে কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়।বাড়িটি থেকে ছুরিসহ কিছু অস্ত্র উদ্ধার করার কথা নিশ্চিত করে পুলিশ জানায়, শিশুদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।এই হত্যাকাণ্ডকে 'বর্ণনার অযোগ্য অপরাধ' বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এছাড়া শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুদের স্মরণে জ্বলন্ত মোমবাতি হাতে শোকমিছিল ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, সিডনির ক্যাফেতে জিম্মির ঘটনায় জিম্মিকারীসহ তিন জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।