আন্তর্জাতিক

পাকিস্তানে ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ

আদালতের নির্দেশে বাতিল হল ভ্যালেন্টাইনস ডে পালন৷ পাকিস্তানে প্রকাশ্যে ও সরকারি অফিসে পালন করা যাবে না ভালবাসার দিন৷ ফলে ১৪ ফেব্রুয়ারি দিনটি ঘিরে যুবক-যুবতীদের হতাশা চরমে৷ সোমবার এই নির্দেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট৷

পাক সংবাদমাধ্যমে ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত কোনও কিছু প্রকাশ বা সম্প্রচার করা যাবে না৷ এমনই নির্দেশ দিয়েছে আদালত৷

ভালবাসার দিন পালন ইসলামের পরিপন্থী৷ এই মর্মে আদালতে পিটিশন দাখিল করেছিলেন আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি৷ সেই আবেদনের শুনানিতে কড়া ভূমিকা নিল ইসলামাবাদ আদালত৷

সংবাদপত্র DAWN  জানাচ্ছে, পাকিস্তানে প্রতিবছরই ভ্যালেন্টাইনস ডে পালন ঘিরে পক্ষে বিপক্ষে বিস্তর যুক্তি খাড়া করা হয়৷ তারই মধ্যে দিনটি কোনওরকমে পালন করেন প্রেমিক-প্রেমিকারা৷


এলএবাংলাটাইমস/আই/এলআরটি