ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে তিন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে এক বছর, সাত বছর ও ১০ বছর বয়সী তিনটি শিশু রয়েছে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
শুক্রবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে দ্বীপের কয়েকটি গ্রামে এ ভূমিধসের সৃষ্টি হয়।বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।
ভূমিধসের ঘটনায় বালির মধ্যাঞ্চলীয় জেলা কিনতামানির কয়েকটি বাড়িঘরও চাপা পড়েছে। বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিধস হয়।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টিপাতের কারণে তিনটি গ্রামে ভূমিধস হয়েছে। এতে ১২ জন মারা গেছে।’
স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলেন, গ্রামবাসীদের দুর্যোগপূর্ণ এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
নিহতদের মধ্যে এক বছর, সাত বছর ও ১০ বছর বয়সী তিনটি শিশু রয়েছে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
শুক্রবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে দ্বীপের কয়েকটি গ্রামে এ ভূমিধসের সৃষ্টি হয়।বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।
ভূমিধসের ঘটনায় বালির মধ্যাঞ্চলীয় জেলা কিনতামানির কয়েকটি বাড়িঘরও চাপা পড়েছে। বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিধস হয়।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টিপাতের কারণে তিনটি গ্রামে ভূমিধস হয়েছে। এতে ১২ জন মারা গেছে।’
স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলেন, গ্রামবাসীদের দুর্যোগপূর্ণ এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি