জমকালো অায়োজনে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে জল্পনা-কল্পনার শেষ ছিল না।
শুক্রবার অভিষেক অনুষ্ঠানে ‘বাই আমেরিকা হায়ার আমেরিকা’ বলে সমর্থকদের হাততালি কুড়িয়েছেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে পরিহাসের জন্ম দিয়েছেন তিনি।
মুখে আমেরিকার প্রতি ভালোবাসার ঘাটতি ছিল না। কিন্তু ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান লেখা টুপি নিয়ে হতাশ হয়েছেন ট্রাম্প ভক্তরা। তারা ভেবেছিলেন আমেরিকাকে আবারো ‘গ্রেট’ করতে প্রথম পদক্ষেপ হিসেবে নিজের দেশেই হয়তো এসব টুপি বানিয়েছেন ট্রাম্প। কিন্তু তাদের আশাভঙ্গ হয়েছে। কারণ কি জানেন? চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশ থেকে এসব টুপি বানানো হয়েছে।
অনেক সমর্থকই এ নিয়ে বেশ সমালোচনা করেছেন। তারা আশা করেননি যে এসব টুপি অন্য দেশ থেকে বানানো হবে।
ট্রাম্পের সমর্থকরা তার প্রচারণা শিবিরের ওয়েবসাইট থেকেই এ টুপিগুলো কিনেছেন। এগুলোর দাম ছিল ২৫ থেকে ৩০ ডলার। তবে শুক্রবার ওয়াশিংটনের ফুটপাতের বিক্রেতাদের কাছেও এই টুপির দাম ছিল চড়া। ২০ ডলার বেশি দামে সেদিন এসব টুপি বিক্রি হয়েছে।
তবে অনেকেই টুপিতে ভিয়েতনাম, বাংলাদেশ বা চীনের নাম দেখে আশাহত হয়েছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শুক্রবার অভিষেক অনুষ্ঠানে ‘বাই আমেরিকা হায়ার আমেরিকা’ বলে সমর্থকদের হাততালি কুড়িয়েছেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে পরিহাসের জন্ম দিয়েছেন তিনি।
মুখে আমেরিকার প্রতি ভালোবাসার ঘাটতি ছিল না। কিন্তু ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান লেখা টুপি নিয়ে হতাশ হয়েছেন ট্রাম্প ভক্তরা। তারা ভেবেছিলেন আমেরিকাকে আবারো ‘গ্রেট’ করতে প্রথম পদক্ষেপ হিসেবে নিজের দেশেই হয়তো এসব টুপি বানিয়েছেন ট্রাম্প। কিন্তু তাদের আশাভঙ্গ হয়েছে। কারণ কি জানেন? চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশ থেকে এসব টুপি বানানো হয়েছে।
অনেক সমর্থকই এ নিয়ে বেশ সমালোচনা করেছেন। তারা আশা করেননি যে এসব টুপি অন্য দেশ থেকে বানানো হবে।
ট্রাম্পের সমর্থকরা তার প্রচারণা শিবিরের ওয়েবসাইট থেকেই এ টুপিগুলো কিনেছেন। এগুলোর দাম ছিল ২৫ থেকে ৩০ ডলার। তবে শুক্রবার ওয়াশিংটনের ফুটপাতের বিক্রেতাদের কাছেও এই টুপির দাম ছিল চড়া। ২০ ডলার বেশি দামে সেদিন এসব টুপি বিক্রি হয়েছে।
তবে অনেকেই টুপিতে ভিয়েতনাম, বাংলাদেশ বা চীনের নাম দেখে আশাহত হয়েছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি