আন্তর্জাতিক

জেদ্দায় জোড়া আত্মঘাতী হামলা

সৌদি আরবের জেদ্দা শহরে ভয়াবহ জোড়া আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় দুজন ওই আত্মঘাতী হামলা চালিয়েছে। খবর সিয়াসাত ডেইলির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব জেদ্দার প্রতিবেশী আহারাজাতের একটি বাড়ি ঘিরে ফেলেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই বাড়িতে থাকা সন্দেহভাজনরা আত্মসমর্পণ করতে অস্বীকার করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।

ওই সময় সন্দেভাজনরা নিজেদের কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি