আন্তর্জাতিক

রাশিয়ায় ২০১৫ সালের পর জন্ম নেয়াদের ধূমপান নিষিদ্ধ

২০১৫ সালের পর যারা জন্ম নিয়েছে বা নেবে এমন ব্যক্তিরা ভবিষ্যতে ধূমপান করতে পারবে না। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ভবিষ্যতে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত এ ধরনের একটি পরিকল্পনা প্রকাশ করেছে।

রাশিয়ায় মাত্র তিন বছর আগে জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধে আইন হয়েছে। ওই সময় থেকেই এ আইনের কঠোর প্রয়োগ করছে দেশটি। পুরো একটি প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধের বিষয়ে চলতি সপ্তাহে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রস্তাবটি করেছে তার বাস্তবতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া কালোবাজারে ভেজাল সিগারেট বিক্রি হলে সেটি স্বাস্থ্যের জন্য আরো হুমকি হয়ে দেখা দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য নিকোলাই গিরাসিমেঙ্কো অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আদর্শগতভাবে এ উদ্দেশ্য পুরোপুরি ঠিক।’

ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে গুরুত্ব সহকারে বিবেচনা ও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা প্রয়োজন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি