আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউজিএস) জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-উপকেন্দ্র থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে তোলোটাঙ্গায়। খবর এপি, ইনকোয়ারার।

তবে ভূমিকম্পে কোনো আহত কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে এ মাসের ৭ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি