ভারতের গোয়ায় বিমানবন্দরের রানওয়ে থেকে জেট এয়ার ওয়েজের ১৬১ আরোহীবাহী একটি বিমান ছিটকে পড়েছে। মঙ্গলবার সকালে গোয়ার ডাবোলিম বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ২৩৭৪ বিমানটি ছিটকে পড়ে। এ ঘটনায় বিমানের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ২৩৭৪ বিমানটি দুবাই থেকে গোয়ায় পৌঁছেছিল। পরে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় ওই দুর্ঘটনা ঘটে।
বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেয়ার সময় বিমানটি একদিকে হেলে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী পিটিআইকে বলেন, ওই সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির নৌবাহিনী বলছে, এ ঘটনায় বিমানের ১৫ আরোহী সামান্য আহত হয়েছে। বিমানটিতে ৭ ক্রুসহ ১৫৪ আরোহী ছিলেন।
ডাবোলিম বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ২৩৭৪ বিমানটি দুবাই থেকে গোয়ায় পৌঁছেছিল। পরে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় ওই দুর্ঘটনা ঘটে।
বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেয়ার সময় বিমানটি একদিকে হেলে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী পিটিআইকে বলেন, ওই সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির নৌবাহিনী বলছে, এ ঘটনায় বিমানের ১৫ আরোহী সামান্য আহত হয়েছে। বিমানটিতে ৭ ক্রুসহ ১৫৪ আরোহী ছিলেন।
ডাবোলিম বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি