পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রকাশ করেছে ইসরায়েল। শনিবার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনার জেরে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখারও হুমকি দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতীতের অবস্থান থেকে সরে শুক্রবার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগে বিরত থাকে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘আমি পররাষ্ট্র মন্ত্রীকে জাতিসংঘের সঙ্গে অতীতে করা সব চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছি। এর মধ্যে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নের বিষয়গুলোও রয়েছে এবং ইসরায়েলে জাতিসংঘের প্রতিনিধি সম্পর্কে।’
তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যে জাতিসংঘের ৫টি প্রতিষ্ঠান যেগুলো ইসরায়েলের সঙ্গে বৈরী মনোভাব পোষণ করে, সেগুলোর প্রায় ৭৮ লক্ষ মার্কিন ডলারের অর্থায়ন বন্ধ করে দিয়েছি। এমন আরও আসবে সামনে।’
গত আট বছরে এই প্রথম ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতীতের অবস্থান থেকে সরে শুক্রবার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগে বিরত থাকে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘আমি পররাষ্ট্র মন্ত্রীকে জাতিসংঘের সঙ্গে অতীতে করা সব চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছি। এর মধ্যে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নের বিষয়গুলোও রয়েছে এবং ইসরায়েলে জাতিসংঘের প্রতিনিধি সম্পর্কে।’
তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যে জাতিসংঘের ৫টি প্রতিষ্ঠান যেগুলো ইসরায়েলের সঙ্গে বৈরী মনোভাব পোষণ করে, সেগুলোর প্রায় ৭৮ লক্ষ মার্কিন ডলারের অর্থায়ন বন্ধ করে দিয়েছি। এমন আরও আসবে সামনে।’
গত আট বছরে এই প্রথম ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি