আন্তর্জাতিক

বিমানের নিরাপত্তা কামনায় বিমানবন্দরে ছাগল কোরবানি করল পাকিস্তান

কিছুদিন আগেই ভেঙে পড়েছিল পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান। যাতে ৪৭ জন যাত্রীর মৃত্যু হয়। সেই আতঙ্ক এখনও কাটাতে পারেনি পাকিস্তান।

তাই বিমান ওড়ার আগে বিমানবন্দরে ছাগল কোরবানী করল পাক এয়ারলাইনসের অফিসাররা। ‘সদকা’ বা নিরাপত্তার স্বার্থেই ‘কুরবানি’।

পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রবিবার সকালে ইসলামাবাদে এআরটি-৪২ এয়ারক্রাফট ওড়ার আগেই এই কোরবানী দেয় অফিসাররা। তবে এটি এয়ারলাইনসের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নয় বলেও জানানো হয়েছে।

এই কোরবানী দেওয়ার পরেই মুলতানের উদ্দেশ্যে উড়ে যায় এয়ারক্রাফট।

৭ ডিসেম্বর ৪৭ জন যাত্রীসহ হাভেলিয়ানের কাছে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইনসের বিমান। যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক তথা ইসলাম প্রচারক জুনেদ জামশেদ।

এর এক সপ্তাহ পরে এই প্রথম এআরটি এয়ারক্রাফট উড়ল। দুর্ঘটনার পর এআরটি-৪২ ফ্লিটের সব বিমান বন্ধ রাখা হয়েছিল। ফ্রান্সে তৈরি এই বিমানগুলো পর্যবেক্ষণের পর তবেই ফের ওড়ার অনুমতি দেওয়া হয়েছে।

এআরটি-৪২-৫০০ হল একটি এয়ারক্রাফট যা ৪৮ জন যাত্রী বহনে সক্ষম। এটির ইঞ্জিন তৈরি করেছে আমেরিকা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি