চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩৭ জন। সোমবার শানজি প্রদেশের বেইজিং-কুমনিং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ায় ৫৬টি গাড়ি একে অপরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কুয়াশা ও বৃষ্টিপাতের কারণে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো রাস্তার ওপর এলোমেলো অবস্থায় রয়েছে। এসবের কোনটি দুমড়ে-মুচড়ে গেছে, আবার কোনটি উল্টে গেছে। একটি ট্রাক উড়ে গিয়ে পড়েছে বেশ কয়েকটি গাড়ির ওপর। গাড়িগুলো সরাতে দুর্ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসা হয়েছে।
চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে, ২০১৩ সালে চীনে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ২ লাখ ৫০ হাজারের বেশি লোক নিহত হয়।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
মঙ্গলবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কুয়াশা ও বৃষ্টিপাতের কারণে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো রাস্তার ওপর এলোমেলো অবস্থায় রয়েছে। এসবের কোনটি দুমড়ে-মুচড়ে গেছে, আবার কোনটি উল্টে গেছে। একটি ট্রাক উড়ে গিয়ে পড়েছে বেশ কয়েকটি গাড়ির ওপর। গাড়িগুলো সরাতে দুর্ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসা হয়েছে।
চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে, ২০১৩ সালে চীনে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ২ লাখ ৫০ হাজারের বেশি লোক নিহত হয়।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি