আন্তর্জাতিক

পরাজয়ের পর বাড়ি থেকেও বের হতে চাননি হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর হিলারি ক্লিনটনের মনের অবস্থা কেমন ছিল সেটি তিনি প্রকাশ করেছেন নির্বাচনের ফলাফলের প্রায় এক সপ্তাহ পর।

ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন পরাজয়ের পর হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি।

“নিজেকে গুটিয়ে নিতে চাইছিলাম। মনে হচ্ছিল কোনো বইয়ের মধ্যে ডুবে থেকে জীবন কাটিয়ে দেই। বাড়ি থেকে আর বের হবো না”-বলেন মিসেস ক্লিনটন।

আমেরিকায় স্থানীয় সময় বুধবার রাতে শিশুদের এক দাতব্য সংস্থার অনুষ্ঠানে নিজের মনের অবস্থা এভাবে তুলে ধরেন হিলারি।
তবে আমেরিকানদের উদ্দেশ্য করে তিনি বলেছেন- নিজেদের মূল্যবোধের জন্য লড়াই করে যেতে হবে, ‘হতাশ হয়ে হাল ছেড়ে দিলে চলবে না’।

নির্বাচনে হিলারি ক্লিনটন বেশি ভোট পেলেও ইলেক্টোরাল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

চিলড্রেনস ডিফেন্ড ফান্ড নামের ওই সংস্থায় বক্তৃতা দেয়ার সময় মিসেস ক্লিনটন “আমার জন্য এখানে আসাটা এতটা সহজ ছিল না। আমি এটাও জানি নির্বাচনের ফলের কারণে অনেকেই আপনারা গভীরভাবে হতাশ হয়েছেন। আমিও হতাশ হয়েছি, কতাটা হতাশ হয়েছি তা ঠিকভাবে বুঝাতেও পারবো না”।

“আমি জানি, এটা সহজ নয়। গত এক সপ্তাহে অনেকেই ভেবেছে এই আমেরিকা আর আগের মতো আছে কিনা”-বলেন হিলারি ক্লিনটন।

তিনি যখন এসব কথা বলছিলেন তখন ওই রুমে এক ধরনের আলোড়ন উঠলো – জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা লরা বিকার।
সংবাদদাতা আরো জানাচ্ছেন, হিলারি যখন আমেরিকানদের আশা নিয়ে বাস করতে বললেন তখন যেন সেই কলকল ধ্বনি আরো বেড়ে গেল।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা দেখেননি বিবিসি সংবাদদাতা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি