ভারতীয় সরকার ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল ঘোষণা করার পর থেকে দেশটির ময়লার ভাগাড়ে পাওয়া যাচ্ছে বড় অংকের এসব রুপির নোট। রবিবার কলকাতার ময়লার ভাগাড়ে ২ লাখের বেশি অবৈধ রুপি পাওয়া যায়।
এর আগে পাঞ্জাব ও গুজরাট থেকেও ৫ কোটিরও বেশি রুপি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
ধারণা করা হচ্ছে, নিজেদের কাছে থাকা অবৈধ বড় নোটগুলো সরিয়ে ফেলতেই ময়লার স্তুপে রেখে দেয়া হচ্ছে।
গত ৯ নভেম্বর দেশের আর্থিক হাল ফেরাতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশকে ৭০ বছর ধরে জমে থাকা কালো টাকা ও জাল টাকা মুক্ত করতেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান মোদি।
মোদি সরকারের পক্ষ থেকে বার বার জানানো হচ্ছে, জাল টাকা এবং কালো টাকার রমরমা রুখতে ৫০০ এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল।
কিন্তু বিরোধী দলগুলো জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এ পদক্ষেপ করল, বিরোধীদের পক্ষ সেই প্রশ্ন তোলা হচ্ছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
এর আগে পাঞ্জাব ও গুজরাট থেকেও ৫ কোটিরও বেশি রুপি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
ধারণা করা হচ্ছে, নিজেদের কাছে থাকা অবৈধ বড় নোটগুলো সরিয়ে ফেলতেই ময়লার স্তুপে রেখে দেয়া হচ্ছে।
গত ৯ নভেম্বর দেশের আর্থিক হাল ফেরাতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশকে ৭০ বছর ধরে জমে থাকা কালো টাকা ও জাল টাকা মুক্ত করতেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান মোদি।
মোদি সরকারের পক্ষ থেকে বার বার জানানো হচ্ছে, জাল টাকা এবং কালো টাকার রমরমা রুখতে ৫০০ এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল।
কিন্তু বিরোধী দলগুলো জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এ পদক্ষেপ করল, বিরোধীদের পক্ষ সেই প্রশ্ন তোলা হচ্ছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি