আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় দুই পুলিশ গুলিবিদ্ধ

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাননসবার্গে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডব্লিউজেপিএ নামে একটি স্থানীয় রেডিও।

বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। ট্রাম্পবিরোধী এ বিক্ষোভ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সিয়াটলে বিক্ষোভ চলাকালে বন্দুকধারীদের হামলায় পাঁচজন আহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সর্বশেষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ক্যাননসবার্গের মেয়র ডেভ রোহম জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আহতদের একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরজনের অবস্থা জানা যায়নি। হামলাকারী সন্দেহভাজনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বন্দুকধারীর এ হামলার সঙ্গে ট্রাম্পবিরোধী বিক্ষোভের কোনো সংশ্লিষ্টতা আছে কি-না তা জানা যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি