নির্বাচনের মাঝেই মঙ্গলবার ঝাড়খণ্ডে প্রচারে গেলেন নরেন্দ্র মোদী৷ধানবাদে জনসভায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকারকে ‘অফ দা পুওর, ফর দা পুওর অ্যান্ড বাই দা পুওর’ মন্তব্য করে রাজ্যে পরিবারতন্ত্র ভেঙে পালাবদলের ডাক দিলেন মোদী৷মোদী বলেন, "দেশের পূর্ব ও পশ্চিমপ্রান্তের মধ্যে বিভেদ ঘোচাতে হবে৷পূর্ব প্রান্তের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও পিছিয়ে রয়েছে ঝাড়খণ্ড৷রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ সরকার দিন।"তিনি বলেন, "আমি মেক ইন ইন্ডিয়া অভিযান শুরু করেছি৷ আমি চাই প্রতিটি মানুষ যেন তাঁর নিজের শহরে থেকেই কাজ খুঁজে নিতে পারেন৷তাঁদের যেন আপনজনদের ছেড়ে দূরে যেতে না-হয়৷ ঝাড়খণ্ডের মানুষ কালো হীরের উপর বসে আছে৷ সব দিক থেকে উন্নতি করার সুযোগ রয়েছে এই রাজ্যের৷"এই কালো হীরেকেই রাজ্যের উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হবে৷শুধু প্রয়োজন সঠিক সিদ্ধান্তের৷তিনি বলেন, "আজ দেশের দরিদ্র মানুষও বিনা পয়সায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছেন৷ আপনারাও আপনাদের নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সঙ্গসঙ্গে ১ লক্ষ টাকার ইনস্যুরেন্স পাবেন আপনারা৷"