আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৯২ জন নিহত গাজায়

গত দুই দিনে ইসরায়েলি হামলায় গাজায় ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭-১৯ এপ্রিল সংঘটিত এই হামলায় কমপক্ষে আরও ২১৯ জন আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সঙ্গে কয়েক ডজন মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, খান ইউনিসে রাতভর তাঁবুতে বিমান হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন শিশু রয়েছে। ইউরোপীয় হাসপাতালের তথ্য অনুসারে, রাফাহ এলাকায় হামলায় এক মা ও তার মেয়ের সঙ্গে আরও দু'জন নিহত হয়েছেন। তাদের মৃতদেহ এই হাসপাতালে নেওয়া হয়েছিল।
​​​​​​​
মধ্য গাজা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আযম বলেন, বেশিরভাগ বেসামরিক নাগরিকের জন্য রাতের সময়টি ভয়াবহতা এবং অসহনীয় যন্ত্রণার সময়। এখানকার কেউ বাড়িতে, অস্থায়ী তাঁবুতে, বাস্তুচ্যুত শিবিরে নিরাপদ নয়। দিনে একবেলাও খাবার নেই যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে পুনরায় তাণ্ডব শুরু করার পর ইসরায়েল গাজার বিরুদ্ধে ১৮ মাস ধরে চলা যুদ্ধ আরও তীব্র করেছে। উপত্যকার অভ্যন্তরে বৃহৎ অঞ্চল দখল করার হুমকি দিয়েছে। গত ২ মার্চ থেকে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি আদেশ অমান্য করে গাজায় খাদ্য, জ্বালানি এবং সাহায্যের প্রবেশাধিকারও বন্ধ করে দিয়েছে। অক্সফামের নীতি প্রধান বুশরা খালিদী বলেন, শিশুরা দিনে একবেলারও কম খাবার খাচ্ছে। পরবর্তী খাবার খুঁজে পেতে তারা হিমশিম খাচ্ছে। গাজায় অপুষ্টি এবং দুর্ভিক্ষের ঘটনা অবশ্যই ঘটছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস