পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে জড়িত থাকতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার (১২ মার্চ) ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প জানায়, ন্যাটোকে আমাদের সাথে ন্যায্য আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, আমি একটি নির্দিষ্ট বিবৃতি দিয়েছি যে, আপনি যদি আপনার অর্থ পরিশোধ না করেন তবে আমি ন্যাটোর সঙ্গে জড়িত থাকব না। আপনি যদি আপনার বিল পরিশোধ না করেন তবে আমি সাহায্য করব না।
ন্যাটোতে আমেরিকা ভবিষ্যতে অবদান রাখবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি তারা তাদের অর্থ পরিশোধ করে এবং যদি তারা যা করার কথা তা করে।
ট্রাম্প হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের কথা স্মরণ করেন জানান, ২০১৭-২০২১ সাল পর্যন্ত ন্যাটো সদস্য দেশগুলো তার চাপের কাছে নতি স্বীকার করে এবং নিজেরা জোটের সামরিক ব্যয় বৃদ্ধি করতে শুরু করে।
ন্যাটোর অর্থ ইউক্রেনে ব্যয় করা নিয়েও পশ্চিমাদের খোঁচা দেন ট্রাম্প। বিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন ডলার অর্থ আসছিল এবং ন্যাটো অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। এখন ন্যাটো সেই অর্থের অনেক অংশ ব্যয় করে ভয়াবহ যুদ্ধ লড়ছে। খুব খারাপ যে, তাদের এটা করতেই হলো!
এইদিকে, ট্রাম্পের বিশেষ উপদেষ্টা ইলন মস্কো চলতি সপ্তাহে বলেছেন, সম্মিলিত পশ্চিমারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধটি শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দিতে চান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস