ভারতের বিহার রাজ্যের দুর্গাপূজার প্যান্ডেলে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে চারজন আহত হয়েছেন। আজ রোববার সকালে রাজ্যে আরাহ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজ্ঞাতনামা বন্দুকধারীরা দুর্গাপূজার প্যান্ডেলে গুলি করে পালিয়ে যায়। তারা দুটি মোটরসাইকেলে করে এসেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
আহত ব্যক্তিরা হলেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহি কুমার। আরমানের পেছনে, সুনীলের বাঁ হাতে, রোশানের ডান হাঁটুর নিচে ও সিপাহির কোমরে গুলি লেগেছে। তাঁদের দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং আহত ব্যক্তিদের চিকিৎসার তত্ত্বাবধান করছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঘটনার ভয়াবহতা সম্পর্কে সুনীল কুমার যাদব বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে কোনো ধরনের সতর্কতা ছাড়াই তাঁদের ওপর গুলি ছুড়তে থাকে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উৎসবের মৌসুমে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম