আন্তর্জাতিক

হামলার ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান

ইসরায়েলের ওপর হামলার জন্য অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের প্রতিবাদে, ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের দিকে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার পর, ৫ অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর পাল্টা হামলার ঘোষণা দেন। তবে কবে এই হামলা চালানো হবে, তা নিয়ে কোনো নির্দিষ্ট দিন-তারিখ তিনি উল্লেখ করেননি।
নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির একজন কর্মকর্তা তাসনিম নিউজকে জানান, "নেতানিয়াহু যা বলেছেন তা তিনি বলতেই পারেন। তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা করে বা আমাদের 'রেড লাইন' অতিক্রম করে, তাহলে তার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। আর ইসরায়েলের ওপর হামলার জন্য আমাদের কাছে অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রয়েছে।" তিনি আরও বলেন, 'এই পরিকল্পনাগুলোর কয়েকটি বাস্তবায়ন করা হলে, ইসরায়েল একটি অভূতপূর্ব সংকটে পড়বে।' ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই শত্রু রাষ্ট্র। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে।  দু'দেশের বৈরিতা আরও তীব্র হয় ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে। ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলমান। এদিকে, ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এতে উভয়পক্ষের সংঘর্ষে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য এবং লেবাননের নাগরিক। গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়ায়। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্ব কাঠামো প্রায় ধ্বংস করে দিয়েছে। এরপর, ১ অক্টোবর ইসরায়েলের স্থল বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে। সেই রাতেই ইরান ইসরায়েলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ৩ অক্টোবর কাতারের রাজধানী দোহায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না। তবে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে, ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। এলএবাংলাটাইমস/আইটিএলএস