জাপানের ইশিকাওয়া অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
স্থানীয় ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের শুরুতেই শহর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয় সময় গত শনিবার শুরু হওয়া মুষলধারে বৃষ্টি আজ সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।
ওয়াজিমা ও সুজু শহরে সাধারণ সময়ে সেপ্টেম্বর মাসে গড়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, গতকাল রোববার এক দিনে শহর দুটিতে তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ফলে সেখানকার নদী উপচে পড়েছে। তলিয়ে গেছে সড়কগুলো।
জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের সম্প্রচার করা এক ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পে ঘরবাড়ি হারানো মানুষের জন্য নির্মিত অস্থায়ী আবাসন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ওয়াজিমায় ভূমিধসে বিধ্বস্ত একটি সুড়ঙ্গের কাছে দুজনের মরদেহ পাওয়া গেছে। তাঁদের একজন নির্মাণশ্রমিক ছিলেন। মৃত ব্যক্তিদের মধ্যে দুজন প্রবীণ পুরুষ ও একজন প্রবীণ নারীও রয়েছেন।
এএফপি জানিয়েছে, ইশিকাওয়ার চারটি শহর থেকে ৪০ হাজারের বেশি বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। নিগাতা ও ইয়ামাগাতা প্রদেশ থেকেও ১৬ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে প্রায় ৪ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম