বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে লন্ডনের এডিনবরায় ছিল পপতারকা টেইলর সুইফটের কনসার্ট। রোববার (৯ জুন) সেখানে পারফর্ম করেছেন গায়িকা। এদিকে, বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আছেন লন্ডনে। সুযোগ পেয়ে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনা মিস করেননি ফারিণ। মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভুলেননি তিনি।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।
লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‘ফাতিমা’। এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার।
পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণকে পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল ম্যানশন’ সম্মাননা। ‘ফাতিমা’ সিনেমায় এক নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকে। এলএবাংলাটাইমস/আইটিএলএস
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।
লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‘ফাতিমা’। এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার।
পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণকে পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল ম্যানশন’ সম্মাননা। ‘ফাতিমা’ সিনেমায় এক নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকে। এলএবাংলাটাইমস/আইটিএলএস