দোরগোড়ায় ভারতের হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিও প্রচারণায় নেমে পড়েছে। আর ভোটারদের কাছে টানতে চলছে একের পর এক প্রতিশ্রুতি ও গ্যারান্টির আশ্বাস।
দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপি নেতা নরেন্দ্র মোদি তার প্রচারণার মূল থিম হিসাবে সামনে তুলে ধরছেন 'মোদি কি গ্যারান্টি'। যার অর্থ যুব সমাজের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং কৃষক ও প্রান্তিক মানুষের উন্নয়নের উপর দৃষ্টি আকর্ষণ করা।
অন্যদিকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ন্যায়বিচারের দাবি নিয়ে প্রচারণায় নেমেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
বিশেষজ্ঞরা বলছেন, ১৮ তম লোকসভার নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পাবে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক মতাদর্শ। সম্প্রতি গোটা দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু করেছে নরেন্দ্র মোদি সরকার। এরও আগে তিন তালাক প্রথা ও জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে মোদি সরকার। স্বাভাবিক ভাবেই এর কৃতিত্ব তুলে ধরতে চাইবে বিজেপি। যদিও বিরোধীরা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে একে বিভাজনকারী হিসাবে আখ্যায়িত করেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
বিশেষজ্ঞরা বলছেন, ১৮ তম লোকসভার নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পাবে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক মতাদর্শ। সম্প্রতি গোটা দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু করেছে নরেন্দ্র মোদি সরকার। এরও আগে তিন তালাক প্রথা ও জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে মোদি সরকার। স্বাভাবিক ভাবেই এর কৃতিত্ব তুলে ধরতে চাইবে বিজেপি। যদিও বিরোধীরা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে একে বিভাজনকারী হিসাবে আখ্যায়িত করেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস