আন্তর্জাতিক

রাশিয়ায় তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত

রাশিয়ায় গত ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরেই দেশটির নির্বাচন কমিশন আজ সোমবার ফলাফল জানানো শুরু করেছে। রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, অন্তত ৩০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভ্লাদিমির পুতিন পেয়েছেন ৮৭ দশমিক ৬৮ শতাংশ।
এ ছাড়া পুতিনের তিনজন প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে চার শতাংশের কম ভোট পেয়েছেন। কম্যুনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ পেয়েছেন ৩ দশমিক ৯৫ শতাংশ। আরেক প্রার্থী ব্যবসায়ী ভ্লাদিস্লাভ দাভানকোভ, যিনি সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল “নিউ পিপল” থেকে নির্বাচনে এসেছেন তিনি পেয়েছেন ৩ দশমিক ৮১ শতাংশ। তৃতীয়জন লিওনিদ স্লাটস্কি পেয়েছেন ৩ শতাংশ। এই প্রার্থী একজন জাতীয়তাবাদী কনজারভেটিভ। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ঘোষণা দিয়েছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৭৪ দশমিক ২২ শতাংশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস