বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে উদ্দেশ করে নেতিবাচক মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিন্দা করেছে বিজেপি।
ঐশ্বরিয়াকে অবমাননা করে রাহুল গান্ধী নিজেকে কতটা নীচে নামিয়েছে উল্লেখ করে বুধবার বিজেপি বলেছে, সফল এবং ‘সেল্ফমেড’, অর্থাৎ, যারা নিজ ক্ষমতায় সফল হয়েছেন, এমন নারীদের রাহুল গান্ধী সহ্য করতে পারেন না।
উত্তর প্রদেশে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত। গত মাসে অযোধ্যার রাম মন্দিরে অনুষ্ঠিত ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সমালোচনা করে রাহুল গান্ধী বিজেপিকে কটাক্ষ করেছেন।
কংগ্রেস নেতা দাবি করেছেন, জমকালো অভিষেক অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটি ও কোটিপতিরা উপস্থিত ছিলেন। ওবিসি, দলিত বা উপজাতীয় সম্প্রদায়ের কেউ উপস্থিত ছিলেন না, যারা দেশের জনসংখ্যার ৭৩ শতাংশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস