এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তীর্যক মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ক্যালিফোর্নিয়ায় একটি পাবলিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন তার প্রতিপক্ষ পুতিনকে ‘পাগল’বলে অভিহিত করেছেন।
এদিন জলবায়ু পরিবর্তন সম্পর্কে কথা বলার সময় একথা বলেন বাইডেন। তিনি বলেন, পুতিন এবং তার মতো কিছু পাগল ও সান অব বিচ আছে, তাই আমাদের সর্বদা পারমাণবিক সংঘাতের বিষয়ে চিন্তা করতে হবে। তাদের মতো মানুষের কারণে মানবতা ও জলবায়ু হুমকিতে থাকে।
মঙ্গলবার বাইডেন বলেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র।মস্কো প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বাইডেনের এমন মন্তব্য উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রকে হেয় করেছে।.
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস