মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যাপক অংশজুড়ে নিরাপত্তা হুমকি ও তৈরি হতে পারে।
সংঘাত ও উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিঙ্কেন আরো বলেছেন, এখন এ অঞ্চলে গভীর উত্তেজনা চলছে। এটি এমন একটি যুদ্ধ যা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। যার কারণে আরো নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ দেখা দিতে পারে।
দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে সাথে নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনায় অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার বিষয়টি থাকা উচিত। এছাড়া লোকজনের প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি অন্তর্ভূক্ত থাকা অবশ্যই জরুরি।
ইসরায়েলের দুই মন্ত্রী ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দেয়ার কথা বলার প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেছেন, তারা এটা পারে না, তারা ফিলিস্তিনীদের গাজা ত্যাগের জন্যে চাপ দিতে পারে না।
এদিকে গাজায় আল জাজিরার দুই সাংবাদিকের নিহত হওয়াকে ব্লিঙ্কেন ‘অকল্পনীয় ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করেন।
ব্লিঙ্কেন জর্ডান, তুরস্ক ও গ্রিস সফর শেষে কাতার আসেন। এরপর তিনি আবুধাবী হয়ে সৌদি আরব সফর করবেন।
এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে আলোচনা চলছে।
তবে লেবাননে হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে বলে তিনি জানান। তবে তিনি আশা করে বলেছেন, আমরা সহজেই হাল ছাড়ছি না। আলোচনা অব্যাহত থাকবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস