আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস!

রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার গোপন নথি ফাঁস হয়ে গেছে। বিশদ বিবরণের এসব গোপন নথি এখন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পেন্টাগন বলেছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। ’নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে। একটি নথিতে ১২টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচির উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ৯টি প্রশিক্ষণ চালাচ্ছে। এ ছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের ২৫০টি ট্যাংক ও ৩৫০টিরও বেশি সামরিক যানের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে। অন্য একটি নথির ওপর ‘অতি গোপনীয়’ লেবেল সাঁটা রয়েছে। নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। এলএবাংলাটাইমস/এজেড