আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যা সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। স্থানীয় গণমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি অবস্থা নিয়ে বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন। যাতে বলা হয়, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে এ জরুরি অবস্থা জারি করা হলো।

তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় ১০০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে।  গত ৯ জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে অন্যত্র চলে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তিনি পদত্যাগ করেন। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপক্ষেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া পক্ষের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]