আন্তর্জাতিক

ইউক্রেনকে পুনরায় ১৫০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে পুনরায় ১৫০ মিলিয়ন ডলার সামরিক সাহায্য হিসেবে প্রদান করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সাহায্য করেছে। শুক্রবারে (০৬ মে) পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন জানান যে এই সামরিক সাহায্যের প্যাকেজে অস্ত্র, প্রতিরক্ষার জন্য সরঞ্জাম প্রদান করা হবে। তিনি বলেন,’ আমরা ইউক্রেনকে আরো সামরিক সাহায্য করবো যাতে তাঁরা নিজেদের নাগরিকদের স্বাধীনতা এবং জীবন রক্ষা করতে পারে।‘ ব্লিনকেন জানিয়েছেন যে তাঁরা রাশিয়া দ্বারা পরিচালিত ‘যুদ্ধাপরাধ’মূলক কর্মকান্ডের নথিপত্র সংরক্ষণ করবে যাতে সহজেই রাশিয়াকে জবাবদিহিতার সম্মুখীন করা যায়। তিনি বলেন,’আমাদের সকল প্রচেষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থানে রাখা এবং রাশিয়াকে কোনঠাসা করা যাতে তাঁরা তাদের অযৌক্তিক যুদ্ধ বন্ধ করে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ