আন্তর্জাতিক

জেলেনস্কির সাথে পেলোসির সাক্ষাৎ

রবিবারে (০১ এপ্রিল) মার্কিন  হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পেলোসিই সর্বোচ্চ ক্ষমতাশালী মার্কিন রাজনীতিবীদ এবং প্রশাসনিক কর্মকর্তা যে ইউক্রেন সফরে এসেছেন। তাঁর সফর এটাই প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর সর্বোচ্চ সমর্থন নিয়ে ইউক্রেনে পাশে আছে। পেলোসি বলেন,’আপনাদের সার্বভৌমত্বের লড়াইকে ধন্যবাদ দিতেই আমরা এসেছি। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। আমাদের সফরের মূল উদ্দেশ্য হচ্ছে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করা। বার্তাটি হচ্ছেঃ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।‘ পেলোসি রাশিয়ার কর্মকান্ডের প্রতি নিন্দা জানিয়েছেন এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ